বরগুনার পাথরঘাটায় হরিণের মাথা, মাংস ও চামড়া উদ্ধার

হরিণের মাথা ও মাংস উদ্ধার

বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ ২টি হরিণের মাথা, ২টি চামড়া ও ৩০ কেজি মাংস উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার বলেশ্বর সদের রুহিতা এলাকা থেকে এগুলো উদ্ধার করে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করতে সক্ষম পারেনি কোস্টগার্ড।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবিরের কাছে হরিণের মাথা, মাংস নিয়ে যাওয়া হয়।  তিনি কেরোসিন দিয়ে মাংস ও মাথাটি মাটিতে পুতে ফেলা হয়েছে। চামড়া দুটি সংরক্ষণের জন্য রাখা হয়েছে এবং কাঠের নৌকাটি বিক্রি করা হয়েছে।

এবিষয়ে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদের রুহিতা এলাকায় অভিযান চালাই। এসময় একটি কাঠের নৌকা দেখে সন্দেহ হলে আমরা সার্চ করার জন্য কাছে গেলে সেখানে থাকা দুই পাচারকারী পালিয়ে যায়। পরে আমরা নৌকার মধ্য থেকে ২টি মাথা ও  ২টি চামড়াসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করি। পাচারকারীদের ধাওয়া করলেও কাউকে তিনি আটক করতে পারেনি বলে জানান।

হুরুল আরও বলেন,‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোস্ত কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে, চামড়া দুটি সংরক্ষণের জন্য রাখা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকায় নৌকাটি বিক্রি করে দেওয়া হয়েছে।