বরিশালে তাবলিগের বিক্ষোভ

তাবলিগের বিক্ষোভতাবলিগের সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ করাসহ ৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মিছিল শেষে নগরীর টাউন হল চত্বরে সমাবেশও করা হয়। বরিশালের সর্বস্তরের ওলামায়েকেরাম ও মোবাল্লিগ সাথীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতী মো. নুরুল্লাহ, মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব, মাওলানা আব্দুল খালেক, মাওলানা কাজী আব্দুল মান্নান, হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা জামাল উদ্দিন ফারুকী ও মাওলানা হাফেজ গোলাম মোস্তফা।

সমাবেশে বক্তারা গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের ওপর হামলার মূল হোতা ওয়াসিম, নাসিমসহ সাদপন্থীদের অবিলম্বে গ্রেফতার, সাদপন্থীদের সব কার্যক্রম কাকরাইল ও টঙ্গীসহ সারা দেশে নিষিদ্ধ, তবলিগের সকল জেলা মার্কাস থেকে সাদপন্থীদের বিতাড়িত করা, মসজিদভিত্তিক সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ করা এবং সাদপন্থীদের লিখিত ও পরিচালিত সকল বই-পুস্তক ও প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান।

দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে নির্বাচনের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর পূর্বে তারা নগরীর আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা থেকে মিছিল করে সদর রোডে আসেন।