বিএনপি সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

বিএনপি সমর্থক শাকিলের বাড়িবরিশালের রূপাতলী গাউসিয়া সড়কে বিএনপি সমর্থক শাকিল খানের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় শাকিলের মা পারভীন বেগম আহত হয়েছেন। এ ঘটনার জন্য শাকিল মহানগর আওয়ামী লীগের এক নেতাকে দায়ী করেছেন। সোমবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

শাকিলের দাবি, তাদের বাড়ির রাস্তায় এক প্রতিবেশী মালামাল রাখেন। এতে বাধা দেয় তার মা পারভীন বেগম। এ ঘটনায় প্রতিবেশীর পক্ষ নিয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মনির মোল্লা এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পিংকু কর্মকারের নেতত্বে একদল লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তারা শাকিলকে খুঁজতে থাকে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিলে হামলাকারীরা তার মাকে মারধর করে।

এ বিষয়ে জানতে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমানের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানানদুর্বৃত্তদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।