বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে আগুন

 

আগুনবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সার্ভার রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে রুমে থাকা কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের ক্ষতি হওয়ায় তা পুষিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন ববি’র নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন। মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল পাঁচটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ববি’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পঞ্চম তলার সার্ভার রুমটি তালাবদ্ধ ছিল। বিকালে হঠাৎ আগুন দেখে কর্মচারীরা বিষয়টি শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তাদের জানায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই সার্ভার রুমের যন্ত্রপাতি পুড়ে যায়।


মেট্রোপলিটন পুলিশের এসআই মো.আসাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় অন্যান্য কক্ষে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। নইলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিল।