অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে কারাদণ্ড

 

কারাদণ্ডভোলার তেতুঁলিয়া নদীর চর চটকিমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান নলীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন তাকে এ সাজা দেন। এ সময় মোশারেফ হোসেন নামের আরেকজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।




সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, মঙ্গলবার জেলা প্রশাসনের নিদের্শনায় ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের তেতুলিয়া নদীর চর চটকিমারা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়। সেই ড্রেজারটি ছাড়ানোর জন্য স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান নলী ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোশারেফ হোসেন আমাকে উৎকোচ দিতে আসে। আমি রাজি না হওয়ায়, তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ফলে তাদের দু’জনকে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৩/১৮৪ ধারা অনুসারে একজনকে এক মাসের জেল ও অপরজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।