স্ত্রীকে নকল সরবরাহকালে হাতেনাতে ধরা এএসআই!

পটুয়াখালী

পটুয়াখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় নকল সরবরাহের দায়ে পুলিশের এক কর্মকর্তাকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ মে) শহরের রশিদ কিশালয় বিদ্যানিকেতন কেন্দ্রে তাকে এ কারাদণ্ড দেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা।

দণ্ডপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তার নাম মাহবুবুর রহমান। তিনি পুলিশ সুপার কার্যালয়ের (সদর সার্কেল) উপ-সহকারী পরিদর্শক (এএসআই)।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় শহরের রশিদ কিশালয় বিদ্যানিকেতন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছিল। এসময় ওই কেন্দ্রে এএসআই মাহবুবুর রহমান তার স্ত্রীকে নকল সরবরাহ করতে গেলে তা দেখে ফেলেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। পরে তিনি নকল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এএসআই মাহবুবুর রহমানকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।