চালককে মারধরের প্রতিবাদে ঝালকাঠিতে বাস ধর্মঘট

ঝালকাঠি বাসস্টেশনচাঁদা না দেওয়ায় এক বাস চালককে মারধরের প্রতিবাদে ঝালকাঠিতে বাস ধর্মঘট চলছে। ফলে এ জেলা থেকে ১৬ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (১৫ জুন) সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীদের।

ঝালকাঠি আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, শনিবার সকালে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির লোকজন কাউন্টার ফি বাবদ চালক মিলনের কাছে অতিরিক্ত চাঁদা দাবি করে। মিলন অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বাস মালিক সমিতির লোকজন মারধর করে। মিলনকে সেখান থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন।

সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা জানান, হাঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত গাড়িতে যাতায়াত করতে হচ্ছে তাদের।