বরিশালে ইয়াবাসহ চার মাদক বিক্রেতা আটক

আটক চারজনের মধ্যে দুইজন (মাঝে)

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১২শ’ পাঁচ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মাদক বিক্রেতারা হলো– পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল এলাকার ফজলুল হক মিয়া, বরিশালের কাউনিয়া থানার নিউ ভাটিখান এলাকার মৃত সরুব আলী খানের ছেলে শাহাদাৎ আলী খান রফিক, আমানতগঞ্জ এলাকার ফেরদৌসুল ইসলামের ছেলে রিসাদুল ইসলাম রিসাদ ও বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকার আলী আকবর হাওলাদারের ছেলে শাওন।

ডিবির এসআই রেহান উদ্দিন জানান, গোপন সংবাদে আজ (শনিবার) সকালে নগরীর নবগ্রাম রোডের শামসু মিয়ার গ্যারেজ সংলগ্ন একটি বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে একহাজার ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় ফজলুলকে।

ডিবির এসআই নজরুল ইসলাম জানান, সকালে নগরীর ব্রাঞ্চরোডস্থ মাতৃমন্দির স্কুলগলির মোক্তার বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬০ পিস ইয়াবাসহ শাহাদাত ও ৪০ পিস ইয়াবাসহ রিসাদুলকে আটক করা হয়।

বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক জিয়াউর রহমান জানান, দুপুরে বরিশাল চরকাউয়া জিরো পয়েন্ট এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয় শাওনকে।

আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও সংবাদ বিজ্ঞতিতে উল্লেখ করা হয়েছে।