ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল

অর্থ আত্মসাতের দায়ে ঢাকা ব্যাংক বরিশাল শাখার দুই কর্মকর্তাকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ কোটি টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। সোমবার (২৪ জুন) বিকালে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন−ঢাকা ব্যাংক লিমিটেডের বরিশাল শাখার সাবেক এসএভিপি কেএইচএম আসাদুজ্জামান ও এভিপি হুমায়ুন কবির। তারা পলাতক।

আদালত সূত্র জানায়, এই দুই কর্মকর্তা ব্যাংকে কর্মরত অবস্থায় ২০১০ সালের ১৬ মে থেকে ২০১৩ সালের ৮ জুলাই পর্যন্ত ঋণ বিতরণ দেখিয়ে ব্যাংকের ৬ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৩ সালের ৬ আগস্ট কোতোয়ালি মডেল থানায় ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল মালেক হাওলাদার মামলা করেন। এই দুই কর্মকর্তাসহ অজ্ঞাতদের আসামি করা হয়। তদন্ত শেষে আদালতে দুদকের উপ-পরিচালক এবিএম সবুর অভিযোগপত্র জমা দেন। তদন্তে ৭২ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের প্রমাণ মেলে। পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র দাখিল করে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ওই টাকা আত্মসাৎ করা হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক সোমবার আদেশ দেন। একই আদেশে দণ্ডিতরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলা থেকে নগরীর ঠিকাদার জাতীয় পার্টির নেতা সাবেক কাউন্সিলর মীর আলফাজউদ্দিন জসিমকে খালাস দেওয়া হয়।