‘স্লোগান হবে বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে’

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীঅন্য কারও নামে নয়, স্লোগান দিতে হলে বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে দিতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেছেন, ‘ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার পাশে অনেক বড় বড় নেতা ছিলেন না। তবে সারাদেশে দলটা ছিল। তাই শেখ হাসিনাকে বিনাশ করতে পারেননি। কিছু কিছু নেতা চেয়েছিলেন বিনাশ করতে। দল শক্তিশালী ছিল বলেই কেউ কিছু করতে পারেননি। তাই অন্য কারও নামে স্লোগান না দিয়ে স্লোগান দিতে হবে বঙ্গবন্ধুর নামে, শেখ হাসিনার নামে।’

শনিবার (৭ সেপ্টেম্বর) পিরোজপুরের নেছারাবাদ এলজিইডি’র আয়োজনে উপজেলার অবকাঠামো উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। কিন্তু মানুষ হিসেবে সবার জন্য দ্বার উন্মুক্ত থাকতে হবে। নির্দিষ্ট ব্যক্তির ক্যাডার ছাড়া কেউ চলতে পারবে না, এই প্রবণতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’

মতবিনিময় সভায় নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তাদের তুলে ধরেন।