মা ইলিশ রক্ষায় পিরোজপুরে নদীতে যৌথ অভিযান

পুলিশ সুপারের নেতৃত্বে নদীতে অভিযান

মা ইলিশ রক্ষায় পিরোজপুরের বিভিন্ন নদীতে যৌথভাবে অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতভর পিরোজপুরের কঁচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান চালানো হয়। এ সময় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা জাল কুমিরমারা ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয় এবং  জব্দ হরা ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।

অভিযানে পুলিশ সুপার  হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন।