আ. লীগ নেতার বিরুদ্ধে কোস্টগার্ড সদস্যের ওপর হামলার অভিযোগ

হামলায় আহত দুজনবরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন বেপারীর হামলায় কোস্টগার্ডের সদস্যসহ দু’জন আহত হয়েছেন। সোমবার (২২ অক্টোবর) ওই নেতার বাড়িতে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করতে গেলে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন না বলে দাবি করেছেন আলাউদ্দিন।

আহতরা হচ্ছেন, কোস্টগার্ড সদস্য সৈকত ইসলাম ও ট্রলারের মাঝি খলিল। আলাউদ্দিন বেপারী গৌরবদী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সৈকত জানান, আলাউদ্দিন বেপারীর বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে এমন তথ্য পেয়ে জাল উদ্ধার করতে যান। এসময় আলাউদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনিসহ দু’জন আহত হন।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন জানান, গৌরনদী গ্রামে আলাউদ্দিন বেপারীর দুটি বাড়ি। যে বাড়িতে কোস্টগার্ড জাল উদ্ধারে গিয়েছিল সেখানে আলাউদ্দিন বেপারী থাকেন না। কে বা কারা সেখানে জাল লুকিয়ে রেখে কোস্টগার্ডে খবর দেয়। কোস্টগার্ড পৌঁছানোর পর ক্ষুদ্ধ গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করতে পারে।  

আলাউদ্দিন বলেন, উপজেলার কাকুরিয়া বাজারের মাঠে জাল শুকাতে দেয় জেলেরা। কোস্টগার্ড সেগুলো উদ্ধারের চেষ্টা করলে নারীরা বের হয়ে তাদের ধাওয়া করে। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘হিজলায় আমাদের একজন কোস্টগার্ড জাল উদ্ধারে গিয়ে ইউপি সদস্যের হামলায় আহত হয়েছেন।’

হিজলা থানার ওসি অসীম কুমার বলেন, কোস্টগার্ড থেকে তাকে বিষয়টি জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।’