বুলবুল মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী

ঘূর্ণিঝড় বুলবুলঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জরুরি সভায় একথা জানিয়েছে।

সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার বিভিন্ন উপজেলায় ৪০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক বিষয় মনিটরিং করতে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ১০০ মেট্রিকটন চাল, ২ লাখ ৭৫ হাজার টাকা, ১৬৬ বান্ডিল টিন এবং ৩৫০০ কম্বল মজুত রাখা হয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।