কিশোরীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

পটুয়াখালীপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গোপনে এক কিশোরীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে সজিব সিকদার (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার (২৯ ডিসেম্বর) নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার বেলা ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়ে। সজিব কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, সজিব ভিকটিমের বড় বোনের স্বামী। আত্মীয়তার সুবাদে সে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সিম দিয়ে কৌশলে তার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ইমো আইডি খুলে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি ও ভিডিও ছড়াতে থাকে। এতে বিভিন্ন অপরিচিত লোক কিশোরীর মুঠোফোনে কল দিয়ে নানা কুপ্রস্তাব দিতে থাকেন। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে অভিযুক্ত সজীবকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনগত প্রতিকার চেয়ে পটুয়াখালী ক্যাম্পের কাছে অভিযোগ দায়ের করা হয়।
আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিনের নেতৃত্বে রবিবার রাত ১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় সজীবকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল থেকে ভিকটিমের নামে ভুয়া ইমো আইডি ও বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও জব্দ করা হয়। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, সজিবকে গ্রেফতারের পর কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।