ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন উদযাপন

Barisal Awssini Kumar Datt Birth Day Program PIc 25.01.2020বরিশালে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে এই র‌্যালি বের হয়।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষ হয় বিএম স্কুলের সামনে এসে। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রজমোজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ শামীম। আলোচনা সভায় অংশনেন বিদ্যালয়ের শিক্ষক শাহানাজ পারভীন, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলামসহ অনেকে।

প্রসঙ্গত, ব্রজমোহন কলেজ ও ব্রজমোহন বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা অশ্বিনী কুমার দত্ত।