বরিশালে দুই ঘণ্টায় পুড়লো ১৫ ব্যবসা প্রতিষ্ঠান

Barisal Agun PIc 23-02-20বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

এসময় জাতীয় পার্টির কার্যালয়, একটি বোডিং এবং ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে বরিশাল, উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে শিকারপুর বন্দরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

ইউএনও প্রনতি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে। সোমবার সকালে বিষয়টি বোঝা যাবে। উপজেলা প্রশাসন থেকে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য দেওয়া হবে।’

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নারসিন বোডিং, দুটি সেলুন, স্বর্ণের দোকান, গ্লাসের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকান, ক্রোকারিজ, প্লাস্টিক, সিডি, ফার্নিচার, ইলেকট্রনিক্স, ফলের দোকান।