আউয়ালের দুর্নীতির মামলা প্রত্যাহারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল

pirojpur pic misil- 5--3--পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল করে পিরোজপুর পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ ও ফয়সাল মাহাবুব শুভ।

এদিকে পিরোজপুর থেকে গত ৩ মার্চ তাৎক্ষণিক প্রত্যাহার হওয়া জেলা ও দায়রা জজ আবদুল মান্নান পিরোজপুর ত্যাগ না করা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পিরোজপুর আইনজীবী সমিতির সদস্যরা। তারা বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রতিবাদ সভা করেন।

pirojpur protibad-----5---3এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা জজ আদালতে আউয়াল ও তার স্ত্রী লায়লা দুর্নীতির মামলায় জামিনের আবেদন করেন। বিচারক আবদুল মান্নান জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল মান্নানকে প্রত্যাহার করা হয়। এই ঘটনার মাত্র চার ঘণ্টা পর আউয়াল ও তার স্ত্রীকে আরেকটি আদালত পুনর্বিবেচনা করে জামিন দেন। 

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ উপজেলা) আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে গত বছরের ৩০ ডিসেম্বর দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে তিনটি মামলা করেন।

আরও পড়ুন:
রূঢ় ও অশালীন আচরণ করায় বিচারককে প্রত্যাহার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক

আবেদন খারিজের ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন আউয়াল দম্পতি

দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এমপিকে কারাগারে পাঠানোর আদেশ