ঝালকাঠির স্কুলে তৈরি হচ্ছে স্যানিটাইজার

স্কুলে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ল্যাবরেটরিতে চলছে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ। রবিবার (২২ মার্চ) থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ কাজ শুরু করেছেন।

হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদ হোসেন খানের তত্ত্বাবধানে সরকারি উচ্চ বিদ্যালয় এবং হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে পড়াশোনা করছেন, তারাই স্যানিটাইজার তৈরি করছেন। 
প্রাথমিকভাবে ৫০ মিলিগ্রামের পাঁচ হাজার বোতল স্যানিটাইজার তৈরি করা হবে। এতে প্রায় আড়াই লাখ টাকা খরচ হবে। এগুলো জেলার দোকানদারদের কাছে বিক্রি করা হবে। 

স্কুলে তৈরি হচ্ছে স্যানিটাইজার
এ ব্যাপারে তৌহিদ হোসেন খান বলেন, ‘আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত আরিফা মিমের নেতৃত্বে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ চলছে। আর এ ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মুহাম্মদ শাহ ইমরান। আমরা চাচ্ছি প্রাথমিকভাবে জেলার সব দোকানদার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ব্যবসা করুক। মূলত দেশের এই সংকটকালীন মুহূর্তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঝালকাঠির বণিক সমিতিসহ সচেতন মহলকে এই কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসতে বলা হয়েছে।