বেতন-বোনাসের দাবিতে আন্দোলনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকরা

আন্দোলনে সোনারগাঁও টেক্সটাইলের শ্রমিকরাঈদের আগেই এপ্রিল মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না দিলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে বরিশালের সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। শুক্রবার (২২ মে) বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডের জেলা বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতা ফরহাদ হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, 'করোনা সংক্রমণ এড়াতে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইল বন্ধ ঘোষণা করা হয়। পরে আবারও কোনও ঘোষণা ছাড়াই পাঁচ এপ্রিল থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। অনেক আবেদন-নিবেদনের পর কর্তৃপক্ষ আমাদের মার্চ মাসের বেতন দেয়। মে মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত এপ্রিল মাসের বেতন এবং ঈদ বোনাস দেওয়া হয়নি।'

তিনি বলেন, 'এ বিষয়ে শ্রম অধিদফতর, কলকারখানা পরিদর্শক, মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি আমরা। কিন্তু এরপরও বেতন এবং ঈদ বোনাস দেওয়া হয়নি। আমরা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। এই অবস্থায় উল্টো মালিক পক্ষ শ্রমিকদের চাকরিচ্যুতির হুমকি দিচ্ছে।'

সংগঠনটির এই নেতা আরও বলেন, 'আমাদের  বকেয়া বেতন ও বোনাস দেওয়া না হলে শনিবার (২৩ মে)  সকাল ১০টায় নগরীর রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। অবিলম্বে দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।'

সংবাদ সম্মেলনে সোনারাগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতারা ছাড়াও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।