করোনা ইউনিটে নারী-পুরুষের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুই রোগীর মৃত্যু হয়েছে। এদের একজন নারী ও অপরজন পুরুষ। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ২টায় থেকে ২টার মধ্যে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া নারীর বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াকান্দি গ্রামে এবং  অপর ব্যক্তির বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

 তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য বিকালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘ওই নারী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি হন। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। পৌনে দুইটার দিকে তিনি মারা যান।এছাড়া দুপুর ২টার দিকে করোনা ইউনিটে মারা যাওয়া পুরুষও করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে করোনা ইউনিটে ভর্তি হন।