মঠবাড়িয়ায় ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার

1পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রাম থেকে ১৬ ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা হয়েছে। শরণখোলা রেঞ্জের বন বিভাগ ভিটিআরটি (টাইগার টিম) নামের একটি অজগর সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের কাছে অবমুক্ত করেছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন জানান, বুধবার দিনের কোনও এক সময় অজগরটি মন্টু মাতুব্বরের বাড়ির বাউন্ডারি ঘেরা জালে আটকে যায়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটির আনুমানিক ওজন হবে প্রায় ২৫ কেজি, লম্বা ১৬ ফুট। উদ্ধারকৃত অজগরটি বুধবার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের কাছে অবমুক্ত করা হয়েছে।