পটুয়াখালীতে যেভাবে পালিত হলো বড়দিন

বড়দিনের আয়োজন পটুয়াখালীতে বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সামাজিক দূরত্ব মেনে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের খিষ্ট্রান পল্লী, দুমকীর খ্রিষ্টান পল্লী ও কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লীসহ জেলার সকল খ্রিষ্টান পল্লীতে দিনটি উদযাপিত হয়। সকালে গির্জায় গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। পরে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। দুপুরে ভক্তদের মাঝে পরিবেশন করা হয় বিভিন্ন রকমের খাবার। বিকালে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভক্তরা করোনা মহামারি থেকে মুক্তিসহ অতীতের সকল পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন।