ভোলা পৌর নির্বাচন: দফায় দফায় সংঘর্ষ, অফিস-গাড়ি ভাঙচুর, আহত ১২

ভোলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় দোকান, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

অপরদিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের কালীখোলা নামক স্থানে এফরানুর রহমান এবং মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় একটি নির্বাচনি অফিস ও অটোরিকশা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।