স্বাস্থ্যবিধি না মেনে নৌকাবাইচ প্রতিযোগিতা!

কোনও ধরনের সামাজিক ও শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনেই পটুয়াখালীর বাউফলে শতাধিক জেলেদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে নিমদি লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চারটি জেলে দল অংশ নেয়। প্রতিযোগিতায় সানু ফরাজির দল প্রথম, রফিজ গাজীর দল দ্বিতীয় ও কালাম বিশ্বাসের দল তৃতীয় স্থান অর্জন করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের বিনোদনের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কিন্তু প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই নেই কেন, জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনও টিভি-পত্রিকায় নিউজ দেবো না। মৎস্য অধিদফতরের নিয়মানুযায়ী স্বল্প সংখ্যক জেলেদের নিয়ে নিয়ম রক্ষার জন্য এ আয়োজন করেছি।

তবে ইউএনও জাকির হোসেন বলেন, এ রকম তো হওয়ার কথা না! বিষয়টি দেখছি।