‘সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়’

সাংবাদিকদের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রাজনৈতিক প্রভাব দূর এবং সন্ত্রাসীদের প্রতিহত করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।’

সোমবার (৪ এপ্রিল) পিরোজপুর প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে। প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

সাংবাদিকদের সম্পূর্ণ নিরাপত্তা আছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ থাকলে এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরলে কোনও ভয় থাকবে না। পিরোজপুর শহরের আইনশৃঙ্খলা ঠিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।’

এ সময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম, এ কে আজাদ, সহ-সভাপতি শিরিনা আফরোজ, হাসান মামুন ও সদস্য সচিব রেজাউল ইসলাম শামিম প্রমুখ। পরে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের  সুরক্ষাসামগ্রী প্রদান করেন।