কলেজ শিক্ষার্থীর মৃত্যু নিয়ে রহস্য

বরিশাল নগরীর বেসরকারি ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ছাত্রী মালিহা ফরিদী সারার (২০) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৯ মে) দুপুরে সারা’র মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সারা ওই ভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী ছিল।

নিহত সারা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা একেএম ফরিদ আহমদের মেয়ে। বর্তমানে তারা বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার ৩ নম্বর লেনের একটি ভবনের এক ফ্লাটে ভাড়া থাকেন। সারা’র মা নেই।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, শনিবার রাতে সারা তার বাসার সামনে পড়ে কাতরাচ্ছিলেন। এসময় স্থানীয়রা বিষয়টি দেখে তার পরিবারকে খবর দেয়। পরে সারাকে উদ্ধার করে মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

রবিবার দুপুরে খবর পেয়ে মেডিক্যাল থেকে সারা’র মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সারা’র গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না বলে জানিয়েছে পুলিশ।