কনে সাজাতে দেরি, দু'পক্ষের সংঘর্ষে আহত ১২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে বিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড ঘটেছে। কনে সাজাতে দেরি হওয়ায় লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুন) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সঙ্গে পাশের মডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বর পক্ষ এসে কনেকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। দুই দিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়। বিকালে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দু’পক্ষর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন। পরে বর ও কনেকে নিয় বাড়ি ফেরেন কন্যাযাত্রীরা।