প্রচণ্ড ঝড়ে বঙ্গোপসাগরে ডুবলো ট্রলার, ৩ জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে চার ঘণ্টা পর ২১ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারসহ নিখোঁজ রয়েছেন তিন জেলে।

শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। কোস্ট গার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা দুপুরে জেলেদের উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ ধরার সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। চার ঘণ্টা পর ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।

এদিকে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুপুরে জিসান নামের একটি ট্রলার নিয়ে সাগরের উদ্দেশে রওনা দিয়েছে কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশা করছি, ছেলেদের উদ্ধারে সক্ষম হবো।