৩ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালে ১৭ রুটের বাস চলাচল শুরু

শ্রমিকদের দ্বন্দ্বের জেরে তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশালের রূপাতলী টার্মিনাল থেকে ১৭ রুটের বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে টার্মিনালটি থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়। বিকাল ৩টায় ফের স্বাভাবিকভাবে ছেড়ে যায় বাস। এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে হামলা পাল্টা হামলার অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। বাস বন্ধ থাকায় উল্লেখিত সময়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নবগঠিত বরিশাল জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু বলেন, সকালে বাস চলাচল তদারকিকালে লাইন সম্পাদক হান্নান মৃধার ওপর হামলা চালায় প্রতিপক্ষ কমিটির সভাপতি দাবিদার সুলতান মাহমুদের লোকজন। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে তারা বাস চলাচল বন্ধ করে দেয়।

অপরদিকে সুলতান মাহমুদ দাবি করেন, তার অনুসারীর ওপর হামলা চালিয়েছে অপর কমিটির লোকজন। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হন। দুইপক্ষ বাস টার্মিনালে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেখানে। এর আগে সড়কের ওপর আড়াআড়িভাবে বাস রেখে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দোষীদের গ্রেফতার ও বিচার না করা পর্যন্ত বাস চলাচল করবে না বলেও ঘোষণা দেয় দুই পক্ষ।

পরে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টার মধ্যে দোষীদের গ্রেফতার না করলে আবারও বাস বন্ধ রাখার আল্টিমেটাম দিয়ে দুপুর ৩টায় বাস চলাচল শুরু হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, সমস্যা সমাধানে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উভয় গ্রুপকে বুঝিয়ে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এ জন্য আবারও তাদের সঙ্গে বসা হবে বলে জানান ওসি।