পটুয়াখালীতে ছাত্রলীগের মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের বিরুদ্ধে করা মামলাটি ‘মিথ্যা’ উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তাদেরকে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। এ সময় উপজেলা, শহর ও ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0_VideoCapture_20210716-163918 (1)

এ সময় সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান হিরন বলেন, ‘আশিক তালুকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে একটি কুচক্রি মহল।’

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে ‘মিথ্যা’ মামলা থেকে নিষ্পত্তি চেয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানান তারা।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মুসা ও রিফাতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১১ ও ১২ জুলাই দিনভর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের কাটাখালী গ্রামে স্লুইজগেটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় নূর-ইসলাম হাওলাদার গ্রুপের সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩২ জন আহত হয়েছেন। নূর-ইসলাম হাওলাদার গ্রুপের আহতরা চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি হলে পুনরায় ভর্তি রোগীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আশিক তালুকদারের বিরুদ্ধে।

তবে আশিক তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালে উভয়পক্ষের রোগীরা ভর্তি হয়েছে। আর ভর্তি হওয়া রোগীরা মারামারি করেছে। এ বিষয় আমার কিছু জানা নেই।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো.  আসাদুজ্জামান জানান, এ ঘটনায় বুধবার (১৩ জুলাই) কলাপাড়া থানায় দুই পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। একপক্ষ ২০ জনকে আসামি করছে ও অপরপক্ষ ২১ জনকে আসামি করছে।