শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৬ মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ছয় জন। সোমবার (২৬ জুলাই) হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।

সূূত্র জানায়, রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন। তাদের মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৪৭ জন্য করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ২৪ জন। ২২টি আইসিইউ শয্যায় চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ২৮৩ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ প্রতিবেদনে ১৯০টি নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬.৮৪ শনাক্ত।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি হয়েছেন ছয় হাজার ২৯ জন। তাদের মধ্যে এক হাজার ৮৩১ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৭৩০ জন। তাদের মধ্যে পজিটিভ ছিলেন এক হাজার ৪৩৮ জন। এক হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ২৮৩ জন।