‘জিন ছাড়াতে’ গলা টিপে ধরায় কৃষকের মৃত্যু!

বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে ‘জিন ছাড়ানোর’ নামে রাসেল ঘরামী (২৮) নামের এক কৃষককে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। কৃষক রাসেল ওই গ্রামের আলমগীর ঘরামীর ছেলে।

এ ঘটনায় স্থানীয় গ্রামবাসী ‘জিন ছাড়াতে’ আসা দুই ফকির ইসমাইল শেখ ও ইমরান শেখকে আটক করেছে। আটকদের বাড়ি উপজেলার গৌরবদী ইউনিয়নের বিছর গ্রামে। তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ সন্ধ্যায় কৃষকের লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ। আগামীকাল মঙ্গলবার (২৭ জুলাই) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষক রাসেলের চিকিৎসায় তার বাড়িতে আসেন ওই দুই ফকির। ‘জিনের আছরের’ কারণে সে সুস্থ হচ্ছে না বলে সবাইকে অবহিত করেন দুই ফকির। এরপর জিন থেকে রাসেলকে মুক্ত করার জন্য দুই ফকির মিলে তার গলা টিপে ধরেন। এতে রাসেলের মৃত্যু হয়। রাসেলের মৃত্যুর খবরে ওই দুইজনকে আটক করেন গ্রামবাসী।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, ‘জিন ছাড়ানোর নামে ওই যুবককে গলা টিপে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় দুই ফকিরকে আটক করে স্থানীয়রা। তাদের থানায় নিয়ে আসা হয়। একইসঙ্গে রাসেলের লাশও থানায় রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’