ভোলায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭৫ শতাংশ

ভোলায় গত ২৪ ঘণ্টায় ২৩৬টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪০০ জনে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলার সাত উপজেলায় তিন হাজার ৪০০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪০ জন। আর গত এক সপ্তাহে ৬২৫ জনের দেহে ভাইরাসটি ধরা পড়েছে।

এদিকে, নতুন ভর্তি হওয়া ২৮ জনসহ বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৫৮ জন।

এদিকে জেলায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা জোরদার করতে জেনারেল হাসপাতালের ১০০ শয্যা করোনা ইউনিটকে ২০০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজ উদ্দিন। তিনি জানান, হাসপাতালের নতুন ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় নতুন ১০০ শয্যার অক্সিজেন সংযোগ লাইনের কাজ চলছে। অক্সিজেন লাইনের কাজ সম্পন্ন হলে খুব দ্রুতই নতুন ১০০ শয্যা চালু করা সম্ভব হবে। এছাড়া অন্যান্য ছয় উপজেলায় আইসোলেশন ইউনিটগুলোতে ১০টি করে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।