শিবচরে যাত্রীবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৬

মাদারীপুরের শিবচরে মালামাল ও যাত্রীবাহী ট্রাক উল্টে খাদে পড়ার ঘটনায় নিহত বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে। শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবচরের আড়িয়াল খাঁ টোলে কর্মরত শ্রমিক মাদারীপুরের বাসিন্দা নির্মল কুমার (৩২), সোহান (৩৫) ও পুলক (৩০)। ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (২৮), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফ (২৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (২৬)।

হাইওয়ে পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাক আড়িয়াল খাঁ নদের সেতুর টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোল প্লাজার সামনে রেলিং ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। মালামালের উপর ২০ জনের মতো যাত্রী ছিলেন। তবে অন্যরা বড় ধরনের কোনও আঘাত পাননি।

শিবচর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় কর্মরতদের উপর উঠে পড়ে। এতে টোল প্লাজার তিন কর্মীসহ ছয় জন নিহত হয়।