বরিশালের প্রবীণ চিকিৎসক সিরাজুল ইসলামের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলামের (৯৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

প্রথম নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। তবে মৃত্যুর আগে পরীক্ষায় নেগেটিভ আসে রিপোর্ট। করোনা ইউনিটে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়। শুক্রবার (৬ আগস্ট) বাদ জুমা জানাজা শেষে মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

ডা. সিরাজুল ইসলামের ছেলে আদনানুল ইসলাম জানান, গত ২৭ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় তাকে দ্রুত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর অবস্থার উন্নতি হয়েছিল। অক্সিজেনের লেভেলও বেড়ে যায়। তবে বৃহস্পতিবার সকাল থেকে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৯টার দিকে মৃত্যু হয়।

১৯৭০ সালে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন ডা. সিরাজুল ইসলাম। তিনি ‘চান্দু ডাক্তার’ নামেই পরিচিত ছিলেন। অবসরে যান ১৯৯৭ সালে। এর আগে ১৯৬৯ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন তিনি।