গণমাধ্যমের গলা টিপে ধরার প্রবণতা সরকারের নেই: শ ম রেজাউল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, গণমাধ্যমের গলা টিপে ধরার প্রবণতা শেখ হাসিনার সরকারের সেই। দুই-একজন এমপি-মন্ত্রী আছেন যারা সমালোচনাকে ডাইজেস্ট (হজম) করতে পারছেন না। দুই-একটি ব্যতিক্রম ঘটনা ছাড়া শেখ হাসিনার আমলে গণমাধ্যম মুক্ত বিহঙ্গের মতো উন্মুক্ত দিগন্তে বিচরণ করে মতামত প্রকাশ করছে।

শুক্রবার (২০ আগস্ট) পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের মাঝে দ্বিতীয় দফায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজে রাজনীতির খোলস পরে থাকলেই সব ভালো মানুষ হয়ে যাবে এ কথা ভাবার কোনও কারণ  নেই। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার নাম হলো রাজনীতি। বিত্ত-বৈভবের জন্য রাজনীতি না। কিন্তু একটা শ্রেণির রাজনীতিক এমনও আছে যাদের পেশা ও ব্যবসাই হলো রাজনীতি। রাজনীতি কোনও পেশা না। রাজনীতি হলো সেবার ব্রত।

তিনি আরও বলেন, এক সময় ছিল নিউজ সেন্সর করে প্রেসে যেতো। এখন কিন্তু সেটা নেই। গণমাধ্যম বিকশিত হলে রাষ্ট্র উপকৃত হয়।

রেজাউল করিম বলেন, আমেরিকায় যখন করোনা পরিস্থিতি আসলো তখন এক কোটি ৪০ লাখ ভাতা ভোগীদের ভাতা বন্ধ করলো। আর করোনা পরিস্থিতিতে আমাদের প্রধানমন্ত্রী ভাতা বৃদ্ধি করলেন। এমন কোনও অসহায় মানুষ নেই যে প্রধানমন্ত্রীর উপহার-সহায়তার আওতায় আসেনি। করোনা পরিস্থিতিতে সাংবাদিক, জন প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে,পুলিশ সদস্যরা দায়িত্ব পালনকালে পথে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, ঢাকায় ১৬ তলা বিশিষ্ট তথ্যভবন নির্মাণ করা হচ্ছে। যেখানে শুধু সাংবাদিকতার বিকাশে কাজ করা হবে। প্রধানমন্ত্রী দিয়েছেন, একজন মানুষও গৃহহীন থাকবে না। তিনি সেটা বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রীর চেষ্টায় আজকে আমাদের দেশে করোনা প্রতিরোধে টিকা তৈরি হচ্ছে।

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। আরও বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ন রায় চৌধুরী, সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, মাহামুদ হোসেন, এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব এস এম রেজাউল ইসলাম শামীম প্রমুখ।