‘শেখ হাসিনা এখন আর মৃত্যুকে ভয় করেন না’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্যই মহান আল্লাহ তায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

শনিবার (২১ আগস্ট) পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৭১ সালে পাকবাহিনীর হত্যাযজ্ঞ, ৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা একই ধারাবাহিকতা। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা বিনির্মাণকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী চক্র বারবার শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালিয়েছে। আল্লাহর অশেষ কৃপায় শেখ হাসিনা প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেসব ষড়যন্ত্রকারীরা থেমে নেই, তারা এখনও দেশে এবং দেশের বাইরে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের মোকাবিলায় সব ভেদাভেদ ভুলে মুজিব আদর্শের সৈনিকদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। শেখ হাসিনা এখন আর মৃত্যুকে ভয় করেন না। পিতার স্বপ্নের সোনার বাংলা গড়াই এখন তার লক্ষ্য।’

শ ম রেজাউল করিম ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে  বলেন, ‘বাংলাদেশে নেতা একজনই, তিনি শেখ হাসিনা। আমরা সবাই কর্মী। সুতরাং যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করুন। মনে রাখবেন, দেশের উন্নয়নে ও মানুষকে বাঁচানোর লক্ষ্যে ঐক্যের বিকল্প নেই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তৃতা দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম, প্রচার সম্পাদক শওকত আকবর, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম, পিরোজপুর জেলা পূজা পরিষদের সম্পাদক গোপাল বসু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, জেলা কৃষক লীগের সম্পাদক অ্যাড. দিলীপ পাইক, জেলা পরিষদ সদস্য জাকারিয়া খান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, উপজেলা যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিন প্রমুখ। সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম।