জি-মরফিন ইনজেকশন বিক্রির দায়ে যাবজ্জীবন

জি-মরফিন ইনজেকশন বিক্রির দায়ে টিটু দাস নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে আসামির উপস্থিতিতে বরিশালের জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত টিটু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দেলদুয়ার এলাকার দিলীপ দাসের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী হেদাতুন্নবী জাকির জানান, গত বছর ২০ অক্টোবর বরিশাল নগরীর ভাটারখাল কলোনির খালপাড় থেকে টিটুকে আটক করে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ব্যাগ থেকে ৫০ পিস জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।

ওইদিনই তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। ২৪ দিন তদন্ত করে সত্যতা পেয়ে ডিবির এসআই হেলালুজ্জামান ১৪ নভেম্বর টিটুকে দোষী সাব্যস্ত করে চার্জশিট জমা দেন। ১২ জনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দেন।