জাহাজের ধাক্কায় ডুবলো মাছের ট্রলার, ২ জেলের লাশ উদ্ধার

ভোলা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা মো. মাহাবুব মাঝি (৩৬) ও মো. রুবেল মাঝি (২৭)।

স্থানীয় জেলেরা জানান, গত বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মনপুরা উপজেলার হাজিরহাট চরফৈজুদ্দিন গ্রাম থেকে গিয়াস উদ্দিন মাঝি ১১ জেলেসহ ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার করতে যান। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাগরের মোহনার লাল বয়া নামক এলাকায় মাছ শিকার করছিলেন তারা। সে সময় একটি কার্গো জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ওই সময় পাশে থাকা কামাল মাঝির ট্রলার দ্রুত ডুবে যাওয়া ট্রলারের আটজনকে উদ্ধার করে। এছাড়া মাহবুব মাঝি ও রুবেল মাঝির লাশ উদ্ধার করে ট্রলারটি।

মনপুরা থানার ওসি মো. সাঈদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে সন্ধান চলছে।