ববিতে বসছে ঢাবিতে ভর্তিচ্ছু ৯২০৩ শিক্ষার্থী

করোনাভাইরাসের কারণে প্রথমবারের মতো রাজধানীর বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে পাঁচ ইউনিটে ৯ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) ঢাবির ‘ক’ ইউনিটের পরীক্ষা দিতে বরিশালে বসবেন তিন হাজার ৪২৫ জন। পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সরকারি মহিলা কলেজে। বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে বেলা সাড়ে ১২টায়।

শনিবার (২ অক্টোবর) ঢাবির ‘খ’ ইউনিটের পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বসবেন এক হাজার ৭৪১ জন শিক্ষার্থী। ২২ অক্টোবর (শুক্রবার) ‘গ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেবেন ৪৮৮ জন। ২৩ অক্টোবর (শনিবার) ‘ঘ’ ইউনিটে তিন হাজার ৭১ জন পরীক্ষার্থী বসবেন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। ‘চ’ ইউনিটে পরীক্ষা হবে আগামী ৯ অক্টোবর। ‘চ’ ইউনিটে এ কেন্দ্রে অংশ নেবে ৪৩৮ জন।

ক, খ, গ ও ঘ ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। চ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, হলে প্রবেশে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। হিজাব পরলেও কান রাখতে হবে খোলা। প্রবেশপত্র ছাড়া অন্যকোনও ইলেক্ট্রনিকস ডিভাইস নিয়ে হলে প্রবেশ করা যাবে না। কেন্দ্রের মধ্যেও স্বাস্থ্যবিধি রক্ষার জন্য প্রতি বেঞ্চে বসানো হবে দুই জন পরীক্ষার্থী। বরিশাল অঞ্চল ছাড়াও বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা বরিশাল কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

ববির উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, ‘ঢাবি থেকে আমাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি। ঢাবির ভর্তি পরীক্ষায় ব্যবস্থাপনাগত সহযোগিতা করবো। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’