সুলভ মূল্যের পণ্য বাজারে, ডিলারের ৩ মাস কারাদণ্ড

ঝালকাঠিতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে সিফাত এন্টারপ্রাইজের প্রোপাইটর কবির আহম্মেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ অক্টোবর) রাতে তাকে আটক করে এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আহমেদ হাছান।

জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে নিত্যপণ্যের ট্রাক নিয়ে সন্ধ্যার পর মালামাল বিক্রি শুরু করেন কবির। পরে সেখান থেকে তাকে আটক করা হয়। আটকের পর সরকারি পণ্য এভাবে বিক্রির অভিযোগে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

আহম্মেদ হাছান বলেন, টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির খবর পেয়ে সোমবার রাতে টিসিবি ডিলার কবিরের চাঁদকাঠি বাসভবন ও পালবাড়ি দোকানসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় শহরের একটি খুচরা মুদি দোকান থেকে তার বিক্রি করা টিসিবির এক বস্তা চিনি, চার বস্তা মসুর ডাল ও ২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় ডিলার কবিরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।