প্রণোদনা পেতে শের-ই-বাংলা মেডিক্যালের নার্সদের বিক্ষোভ

করোনাভাইরাসে আক্রান্ত ও মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। তবে এ প্রণোদনা পাননি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আক্রান্ত ৪২৬ ও মৃত দুই নার্স। সরকার ঘোষিত এ প্রণোদনা পেতে মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

এ সময় তারা নানা স্লোগান দেন। পরে হাসপাতালের পরিচালকের কাছে দাবি-দাওয়া পেশ করেন এবং অবিলম্বে তা পূরণের আহ্বান জানান।

হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৭০০ নার্স করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে ৪২৬ জন নার্স করোনায় আক্রান্ত হন। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়। হাসপাতাল পরিচালক এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। অথচ দেশের বিভিন্ন হাসপাতালে এ প্রণোদনা দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

হাসপাতালের পরিচালক ডা. এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘ইতোপূর্বে চিকিৎসক থেকে শুরু করে নার্সদের করোনাকালীন প্রণোদনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে।’