পিকআপে করে গরু চুরির সময় ৪ চোর গ্রেফতার

গরু চুরির পর পিকআপে করে নিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার (২২ অক্টোবর) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে চোরদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার বেতীপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে তৈয়ব আলী প্যাদা (৫০), একই গ্রামের সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির (২৩), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহাবাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শুভ মিয়া (৩২) ও গৌরনদী পৌরসভার দিয়াশুর গ্রামের সেলিম সরদারের ছেলে রবিউল হাসান (৩২)।

এর মধ্যে তৈয়ব আলী প্যাদার বিরুদ্ধে ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী, মাদারীপুর, নলছিটি থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদে জানা যায়, উপজেলার কাণ্ডপাশা গ্রামের শহিদুল হাওলাদারের গরু চুরি করে পিকআপভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। পরে পৌর এলাকার কাসেমাবাদ হাই মার্কেটের কাছ থেকে পিকআপে থাকা একটি গরুসহ ওই চোরদের আটক করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা করেন। গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।