বেপরোয়া গতির ২ বাসের সংঘর্ষে প্রাণ গেলো মা-ছেলের

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আয়েশা বেগম (৪০) ও তার ১ বছর বয়সী ছেলে আয়ান। নিহতদের বাড়ি চট্টগ্রামের কাটগড় ধুমপাড়া এলাকায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী, বরিশাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন খন্দকার।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে কুয়াকাটায় আসছিল সেবা পরিবহনের একটি বাস ও কুয়াকাটা থেকে দিনাজপুর যাচ্ছিল গোল্ডেন লাইন পরিবহনের আরেকটি বাস। দুই বাসই বেপরোয়াভাবে যাচ্ছে। পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় মোড় নেওয়ার সময় বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং রাস্তার পাশের খাদে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে দুই জনকে মৃত ও ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আমতলী থানার ওসি মো. শাহালম হাওলাদার যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণে বাস দুইটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন নিহত চালকসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস দুইটি আটক করা হয়েছে। এছাড়াও গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।