ভোলায় লঞ্চ চলাচল স্বাভা‌বিক

জ্বালানি তে‌লের দাম বৃদ্ধির প্রতিবা‌দে সারাদেশে গণপ‌রিবহন ধর্মঘ‌টের প্রথম দিনে ভোলা-ব‌রিশাল রু‌টে লঞ্চ চলাচল স্বাভা‌বিক রয়েছে। তবে যাত্রীর চাপ অনেক কম। 

ধারণক্ষমতা ও আসন সংখ্যার কম যাত্রী নি‌য়ে ভোলার ভেদু‌রিয়া ঘাট থে‌কে ব‌রিশা‌লের উ‌দ্দে‌শ্যে যা‌চ্ছে লঞ্চগুলো। ব‌রিশাল থে‌কেও কম যাত্রী নি‌য়ে ভোলার ভেদু‌রিয়া ঘা‌টে আস‌ছে লঞ্চ। শুক্রবার (৫ অ‌ক্টোবর) সকা‌লে ভোলার ভেদু‌রিয়া লঞ্চঘা‌টে এমন চিত্র দেখা গেছে।

ভোলা-ব‌রিশাল রু‌টের যাত্রীবা‌হী লঞ্চ মেঘদূতের মাস্টার মো. না‌সির উ‌দ্দিন জানান, আজ সকাল থে‌কেই যাত্রীর সংখ্যা কম। আমরা ব‌রিশাল থে‌কে সকাল ৭টায় ভোলার উ‌দ্দে‌শ্যে অ‌র্ধেক যাত্রী নি‌য়ে ভেদু‌রিয়ার উ‌দ্দেশ্যে সকাল ৯টা ২০ মি‌নিটে পৌঁ‌ছায়। 

যাত্রীবা‌হী লঞ্চ আলমগী‌রের মাস্টার জানান, ভেদু‌রিয়া ঘাট থে‌কে অ‌র্ধেক যাত্রী নি‌য়ে ব‌রিশা‌লের উ‌দ্দে‌শ্যে লঞ্চ ছেড়ে যায়। এ‌তে জ্বালানি খরচ উঠ‌বে কি-না স‌ন্দেহ আছে।

যাত্রীরা জানাb, আজ ল‌ঞ্চে যাত্রী অ‌নেক কম। অ‌র্ধেক আসন খালি প‌ড়ে আছে। ভোলা-চ‌ফ্যাশন রু‌টে সকাল থে‌কে বাস চলাচল কর‌ছে।