যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা উদ্ধার

বরিশালে তিনটি যাত্রীবাহী বাস থেকে ২০০ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উদ্ধারকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৬টায় দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে জাটকা উদ্ধার করা হয়।

নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন, জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় বেপারি পরিবহন, চেয়ারম্যান পরিবহন ও ডলফিন পরিবহন থেকে ২০০ মণ জাটকা উদ্ধার করা হয়। মালিকানা দাবি না করায় জাটকার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দুপুরে উদ্ধারকৃত জাটকা বরিশাল নৌ-বন্দর থানায় এনে নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।