চা দোকানে জাল টাকা দিয়েই খেলেন ধরা

বরগুনার পাথরঘাটায় জাল টাকা ও ছাপানোর মেশিনসহ মা ছেলেকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা) তোফায়েল হোসেন সরকার।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাথরঘাটা উপজেলার বাবুল মিয়ার স্ত্রী মিনারা বেগম (৩৮) ও ছেলে মামুন (২৩)।

স্থানীয় নুরুল আমিন জানান, উত্তর কাকচিড়া এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার পর মামুন এক হাজার টাকার জাল নোট দিলে তা নিয়ে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তারা মামুনের কাছ থেকে এক হাজার টাকার আরও তিনটি জাল নোট উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, জিজ্ঞাসাবাদে মামুন বাড়িতে জাল টাকা ছাপানোর মেশিন থাকার তথ্য দেয়। এরপর লাঠিমারা এলাকার আবদুল খালেকের বসতঘর থেকে জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এ সময় আবদুল খালেকের তথ্য অনুযায়ী মামুনের মা মিনারা বেগমকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।