পটুয়াখালীতে বিএন‌পির গণ-অনশন কর্মসূচিতে হামলা‌, আহত ৬

পটুয়াখালীতে বিএন‌পির গণ-অনশন কর্মসূচিতে ছাত্রলী‌গের হামলা‌র অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দি‌কে পৌর শহরের বনানী এলাকায় বিএন‌পি কার্যাল‌য়ের সামনে এ হামলার ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন সদর উপ‌জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক জাকা‌রিয়া আহ‌মেদ‌, জেলা মৎস্যজী‌বী দ‌লের আহ্বায়ক মো. শা‌হিন মিয়া ওর‌ফে ভি‌পি শা‌হিন, জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি আফ‌রোজা সীমা, ম‌হিলা দ‌লের সদস্য কোহিনুর আক্তার, সা‌লেহা বেগম ও শ্রমিক দ‌লের কর্মী মো. বাদশা।

আহত জাকা‌রিয়া আহ‌মেদ‌কে আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। অন্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সদর উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক কাজী মাহবুব হো‌সেন বলেন, বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সু‌চি‌কিৎসা এবং বি‌দে‌শে উন্নত চি‌কিৎসার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণ-অনশন কর্মসূচি দেওয়া হয়। সুষ্ঠু শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে অ‌ফি‌সের ম‌ধ্যে কর্মসূচি পাল‌নের আ‌য়োজন ক‌রেছি। সেখা‌নে ছাত্রলী‌গের নেতাকর্মীরা হামলা চালা‌য়। আমা‌দের ছয় নেতাকর্মী‌কে পি‌টি‌য়ে রক্তাক্ত কর‌লো তারা। এর আ‌গে আমরা রাস্তায় অনশন কর্মসূচি পালন কর‌তে চে‌য়ে‌ছি। কিন্তু পু‌লিশ অনুম‌তি দেয়‌নি। এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

সদর থানার ও‌সি মো. ম‌নিরুজ্জামান জানান, হামলার খবর আমার জানা নেই। কেউ এখন পর্যন্ত লি‌খিত কিংবা মৌ‌খিকভা‌বেও অভিযোগ ক‌রে‌নি।