মোবাইল নম্বর ব্লকলিস্টে রাখায় স্কুলছাত্রীকে হত্যাচেষ্টা, যুবক গ্রেফতার 

বরিশালের বানারীপাড়া উপজেলায় মোবাইল নম্বর ব্লকলিস্টে রাখায় স্কুলছাত্রীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মিরাজ ডাকুয়া (২৩) উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের ছালাম ডাকুয়ার ছেলে।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে উপজেলার আলতা গ্রাম থেকে মিরাজকে গ্রেফতার করে পুলিশ। ওই ছাত্রী শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রীর স্বজনরা জানান, শনিবার সকাল ১০টার দিকে বান্ধবীকে নিয়ে গুঠিয়া এলাকায় বেড়াতে যায় স্কুলছাত্রী। দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে রায়েরহাট সেতু সংলগ্ন এলাকায় মিরাজ তাদের গতিরোধ করে। এ সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডা করে অটোরিকশায় উঠে বসে মিরাজ।

এরপর মিরাজ পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রীকে বিষ মেশানো খাবার খেতে দেয়। খাবার খাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় মিরাজ স্কুলছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ছাত্রীকে উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে অভিভাবকদের খবর দেয়। সেখান থেকে স্কুলছাত্রীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বানারীপাড়া থানার ওসি হেলাল উদ্দিন বলেন, মিরাজ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে স্কুলছাত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত ১৫ দিন ধরে মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। পরে জানতে পারে ওই ছাত্রী তার মোবাইল নম্বর ব্লকলিস্টে রেখেছে।এ জন্য ক্ষুব্ধ হয়ে বিষমিশ্রিত খাবার খাইয়ে হত্যার চেষ্টা করেছে। ছিনিয়ে নেওয়া মোবাইলটি স্কুলছাত্রীকে গিফট দিয়েছিল মিরাজ। এ জন্য সেটি নিয়ে গেছে।

ওসি আরও বলেন, সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা মিরাজকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। ওই মামলায় মিরাজকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল রবিবার মিরাজকে আদালতে সোপর্দ করা হবে।