কলাপাড়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

পটুয়াখালীর কলাপাড়ায় ঋণ খেলাপির দায়ে চেয়ারম্যানসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৯ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ।

বাদ পড়া প্রার্থীরা হলেন—চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মকবুল হোসেন হাওলাদার, টিয়াখালী ইউনিয়নে সংরক্ষিত ৩ আসনের নারী প্রার্থী জায়েদা বেগম, চাকামইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. জামাল হোসেন, নীলগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুর রউফ ফকির, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আ. মালেক শরীফ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. ছালাম হাওলাদার।

আবদুর রশিদ জানান, ঋণ খেলাপির দায়ে তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে তারা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর টিয়াখালী, চাকামাইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। 

নির্বাচনে তিন ইউনিয়নের ৪৯ হাজার ৭৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। তাদের মধ্যে নারী ভোটার ২৪ হাজার ৫১০ জন এবং পুরুষ ভোটার ২৫ হাজার ২৪২ জন।